বেশ কিছুদিন আগে আমি উবুন্টুতে সিটিসেলের জুম/ জুম আলট্রা কানেক্ট করার উপরে একটা
টপিক দিয়েছিলাম। টপিকটিতে আমি যে ফাইলটা ইন্সটল করতে বলেছিলাম সেটি দিয়ে
সব কিছু ঠিকমত করা গেলেও ওটাতে ভয়েস কল করার অপশনটি ছিলনা।
ওই অপশনটা থাকা খুবই জরুরী ছিল।
অনেক ঘাটাঘাটি করার পর পেয়ে গেলাম সমাধান।
ফাইলটাকে আমি ওপেনসুসের জন্য তৈরি .rpm ফরম্যাটে পেয়েছি
যেটাকে কনভার্ট করে .deb বানিয়েছি।
আপনাদের সুবিধার্থে আমি ডিপেনডেন্সিসহ ফাইলটা আপলোড করে দিলাম।
এখান থেকে ডাউনলোড করুন ডিপেনডেন্সি:
http://www.mediafire.com/?f28ba2sddjc3izl
এটা শুধুমাত্র ন্যাটির জন্য।
এখান থেকে ডাউনলোড করুন মূল ফাইলটা:
http://www.mediafire.com/?1xhb184geek1a0v
যারা লুসিড ব্যাবহার করছেন তারা ডিপেনডেন্সি ডাউনলোড করুন এখান থেকে:
http://www.mediafire.com/?0oe4wwbhjum4nnp
এবার আমরা সবগুলি ফাইল ইন্সটল করব একটি মাত্র কমান্ড দিয়ে। ডাবল ক্লিক করে এক্সট্রাক্ট সিলেক্ট করে
ডিপেনডেন্সিগুলি আনজিপ করুন। এবার হোম ফোল্ডারে zte নামে
একটা ফোল্ডার তৈরি করুন।
মূল ফাইলটা(ztemtevdo_1.1-9_i386.deb) এবং ডিপেনডেন্সিগুলি
একত্রে ওই zte ফোল্ডারে কপি করুন।
এখন আমরা টার্মিনালে গিয়ে ওই ফোল্ডারে ঢুকব।
এবার এই কমান্ডটি দিন:
cd zte
এই কমান্ডটি দিন:
sudo dpkg -i *.deb
ফাইল।)
এবার টার্মিনালে এই কমান্ডটি দিন:
sudo gedit /usr/share/applications/ztemtEVDO.desktop
Exec=/usr/local/bin/ztemtEVDO/ztemtevdo
এমন বানিয়ে দিন:
Exec=gksu /usr/local/bin/ztemtEVDO/ztemtevdo
এখন /etc directory-তে resolv.conf নামে একটি ফাইল তৈরি করুন।
এই কমান্ডটি দিন:
sudo gedit /etc/resolv.conf
এবার usb পোর্টে মডেমটা লাগান।এবং applications>internet>zemtEVDO-তে ক্লিক করলেই চমৎকার
ইন্টারফেস নিয়ে হাজির হবে সফটওয়্যারটি।
windows-এ আপনি মডেম নিয়ে যা যা করতে পারেন , এটাতেও তার সবই করতে পারবেন।
ভয়েসকল, এস এম এস সবই করতে পারবেন।
প্রথমবার আমি যখন প্যাকেজটা ইন্সটল করেছিলাম তখন এটা খুব ভালোভাবেই কাজ করেছিল।
কিন্তু উবুন্টুর নতুন ইন্সটলেশনের পর আর চালু হয় না । মাঝখানে এসে থেমে যায়।
কিছুতেই বুঝতে পারছিলাম না সমস্যাটা কি।
তারপর একসময় অবাক হয়ে লক্ষ্য করলাম যে, আমি শুধুমাত্র gnome-ppp বা network manager দিয়ে নেটে
ঢুকে ডিসকানেক্ট করার পরেই প্যাকেজটা চালু করতে পারছি।
বুঝতে পারলাম এটা /etc/resolv.conf ফাইলের কোন সমস্যা।
কিন্তু /etc-তে resolv.conf ফাইলটাই পেলাম না।
ওটা তৈরি করার পরেই আর কোন ঝামেলা নেই। এজন্যই সবশেষে আমি /etc/resolv.conf ফাইলটি তৈরি করতে
বলেছি।
আমি আগের টপিকে উল্লেখিত প্যাকেজগুলিরও লিংক দিয়ে দিচ্ছি।
http://www.ztemt.com.cn/ennewzte/upload … 164595.zip
এটা লেটেস্ট ভার্সন। কোন সমস্যা ছাড়াই অত্যান্ত চমৎকারভাবে চলে । তবে ভয়েস কল অপশনটি নেই।
এখানে পাবেন আগের ভার্সন:
http://www.ztemt.com/ennewzte/uploadima … 294661.zip
এটাতে ভয়েস কল অপশন আছে। তবে ওটাতে কি যেন একটা সমস্যায় পড়েছিলাম।, আমার এখন ঠিক মনে নেই।
যারা ৬৪বিট ব্যাবহার করেন তারা এই প্যাকেজটি ইন্সটল করে ৬৪বিট পিসিতে ৩২বিট application চলাতে পারেন:
ia32-libs
ইন্সটল করতে এই কমান্ড দিন:
sudo apt-get install ia32-libs
অবশ্যই জানাবেন।
ভালো থাকুন সবাই।
©2011, copyright BLACK BURN
0 comments:
Post a Comment