BLACK BURN HACKER. Powered by Blogger.

Real Money Instantly

 

Tuesday, December 27, 2011

ব্যাকআপ এবং রিষ্টোর করুন আপনার প্রিয় ব্রাউজারের বুকমার্ক

0 comments
উইন্ডোজ নতুন ইন্সটলের ফলে হোক বা অন্য যেকোন কারনেই হোক আপনার প্রিয় বুর্কমার্ক সাইট বা নতুন কোন খুজে পাওয়া সাইট এর ঠিকানা হারিয়ে ফেলতে পারেন।আমি ব্যাক্তিগতভাবে অনেক সাইটের ঠিকানা এইভাবে হারিয়ে ফেলেছি।
আবার অনেক সময় নতুন করে ব্রাউজার ইন্সটল করলেও সব হারিয়ে যায়।
কিন্তু আপনি favbackup ব্যবহার করলে আপনাকে আর এইসব নিয়ে চিন্তা করতে হবেনা ।
Favbackup ব্যবহার করে আপনি যেকোন ব্রাউজারের যেকোন কিছু ব্যাকআপ রাখতে পারবেন এবং পরবর্তীতে তা রিষ্টোর করতে পারবেন একদম সহজে ।
নিজের অভিজ্ঞতা হতে বলি ,আমি ব্যক্তিগতভাবে অপেরা ব্যবহার করি এবং নতুন করে সেটাপ দিলে প্রতি বারই আমাকে অপেরার SKIN ডাউনলোড করতে হয় কিন্তু এই favbackup ব্যবহার করার ফলে আমার আর এই ঝামেলা থাকলনা।

আশা করি আপনাদের এই সফটওয়্যারটি কাজে লাগবে ।
এটি ফ্রীওয়্যার এবং পোর্টেবল ।
এখান হতে ডাউনলোড করে নিন বাকীকাজ একদম সহজ ।
©2011, copyright BLACK BURN

0 comments:

Post a Comment

 

7 Years Earning Experience

The Earning Source You Can Trust