BLACK BURN HACKER. Powered by Blogger.

Real Money Instantly

 

Tuesday, December 27, 2011

উবুন্টু ১১.১০ এর জন্য বাংলালায়ন ওয়াইম্যাক্স সাপোর্ট

0 comments

আবারো এলাম বাংলালায়ন ওয়াইম্যাক্স নিয়ে। যদিও বারবার বাংলালায়ন নামটা নেওয়া উচিত না কেননা এখানে বাংলালায়নের ছিটেফোটাও নেই, তদের পক্ষ থেকে কোন যোগাযোগ বা ভালো (বরং খারাপ) কোন ধরণের রেসপন্স পাওয়া যায়নি। তাই নিজেই আবার উবুন্টু ১১.১০ এর জন্য মডিউল বানালাম। পদ্ধতি ঠিক আগের মতই, শুধু ইউনিটির জন্য কিছু সাপোর্ট এবং svg আইকন যুক্ত করেছি যেন ইউনিটির বিশালতায় আইকন খারাপ না দেখায়। আর আগের মতই কানেকশান সেটআপ স্ক্রিপ্টের জন্য অনিরুদ্ধকে ধন্যবাদ।
যা যা করতে হবে:
নিচের ডেব ফাইলটা ডাউনলোড করুন।
http://4.bp.blogspot.com/-JNpxIIfbwvA/TqJwOYVKT5I/AAAAAAAAAVs/CP8wCHrTDME/s1600/mediafire.png

এবার ইন্সটল করুন। সোজা উপায়ে যদি সফটওয়্যার সেন্টার দিয়ে ডাউনলোড না হয় তাহলে Ctrl + Alt + T চেপে টার্মিনাল খুলুন। তারপর নিচের মত কমান্ড লিখুন।
sudo dpkg -i <blion-wimax-0.0.3.deb ফাইলটা ড্র্যাগ করুন>
এন্টার চেপে ইন্সটল করুন আর পিসি রিস্টার্ট দিন। এবার ইউনিটি ড্যাশে ক্লিক করুন অথবা উইন্ডোজ বা সুপার কী চাপুন। Internet Apps এ ক্লিক করুন। তখন নিচের মত ওয়াইম্যাক্স সম্পর্কিত লঞ্চারগুলো দেখাবে।
http://4.bp.blogspot.com/-FWfL8fBwtzY/TqJwQx6VjeI/AAAAAAAAAV0/jFIfXBQiW1o/s1600/Menu.jpeg
এবার কাজ আগের মতই। প্রথমে Setup Connection এ ক্লিক করে ইউজার আইডি, পাসওয়ার্ড আর ম্যাক বসিয়ে নিন। তারপর Initialize Modem এ ক্লিক করার পর Click 'n Connect দিন অথবা Connection Console এ যেয়ে ইচ্ছামত বেজ স্টেশানে কানেক্ট করুন।
চাইলে ইউনিটির প্যানেলে নিচের মত করে লঞ্চারগুলো পিন করে রাখতে পারেন।
http://3.bp.blogspot.com/-fXn7Tp_M3GQ/TqJwRqp_9DI/AAAAAAAAAV8/0pB4yQKEEcE/s1600/Panel.jpeg
এভাবে ZTE AX226, WU216 আর ACCTON U211 চালানো যাবে।
সবাইকে ধন্যবাদ।
প্রথমে আপলোড দেওয়া প্যাকেজে কিছু সমস্যা ছিল বিধায় যারা আগেরটা ডাউনলোড করে ফেলেছিলেন তাদের আবার নতুন প্যাকটি ডাউনলোড করতে অনুরোধ করা হল

©2011, copyright BLACK BURN

0 comments:

Post a Comment

 

7 Years Earning Experience

The Earning Source You Can Trust